Sunday, January 11, 2026

“দেশপ্রেমের নেশায় বিয়ে করেননি মোদি” এ কী বললেন বিজয়বর্গীয়!

Date:

Share post:

দেশপ্রেমের নেশায় নাকি বিয়েই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ইন্দোরে ড্রাগের নেশার বিরুদ্ধে আয়োজিত এক প্রচার সভায় গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, নেশা দেশপ্রেমের হলে তা ভালো। তবে সেটা যেন এতটাও না হয়, যে মোদিজির মতো বিয়েই করলেন না সারাজীবন। এই মন্তব্যের পরেই তার বিরোধিতা নামে কংগ্রেস। তারা প্রশ্ন তোলে, তাহলে যশোদাবেন কে? মোদি যদি বিয়ে না করেন তাহলে লোকসভা নির্বাচনের সময় তিনি হলফনামায় যে নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছেন সেটা কি মিথ্যে?

এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামায় নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করতেন মোদি। কিন্তু লোকসভা নির্বাচনে তিনি হলফনামা জমা দেওয়ার আগেই সামনে আসেন নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। সবার সামনে তিনি নিজেকে মোদির স্ত্রী হিসেবে দাবি করেন। এবং সে দাবি মেনে নেনে মোদি। লোকসভা নির্বাচনে নিজেকে বিবাহিত বলেই হলফনামা জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। স্ত্রীর নাম লেখেন যশোদাবেন।

এখন কৈলাস বিজয়বর্গীয় কথা যদি ঠিক হয়, তাহলে যশোদাবেন কে? আর মোদি বা কেন হলফনামায় নিজেকে বিবাহিত বললেন? আর যদি মোদির বক্তব্য ঠিক হয়, তাহলে নিজের দলের নেতা তথা প্রধানমন্ত্রী সম্পর্কে এই তথ্যটুকু কি নেই বিজয়বর্গীয়র কাছে?

সম্প্রতি বাড়িতে আসা জনমজুরদের দেখে তাঁদের নাগরিকত্ব নিয়ে মন্তব্য করেন কৈলাস। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে কৈলাসের এই মন্তব্যের পরে বিজেপিতে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন-জামিয়া থেকে শাহিনবাগের আন্দোলন আসলে গভীর চক্রান্ত তোপ মোদির

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...