Monday, November 10, 2025

KMC vote 90: তৃণমূলে তাঁর থেকেও জনপ্রিয় প্রার্থী চৈতালি, দাবি বৈশ্বানরের

Date:

Share post:

কলকাতা পুরসভা নির্বাচনে এবার বিশেষভাবে নজরে থাকবে ৯০ নম্বর ওয়ার্ড। মূলত, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ও গোলপার্ক সংলগ্ন অঞ্চল এই ওয়ার্ডের মধ্যে পড়ে। এখানে আভিজাত্যপূর্ণ এলাকার পাশাপাশি রয়েছে বেশকিছু বস্তি অঞ্চলও। আর এই এলাকাতেই দীর্ঘদিনের জন প্রতিনিধি তৃণমূলের আইনজীবী প্রার্থী তথা তৃণমূল ছাত্র পরিষদের প্রথম সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। জনসংযোগ এবং কাজের নিরিখে বেশ জনপ্রিয় তিনি। একটা সময়ে মেয়র পারিষদও ছিলেন। এমনকি, বাম জমানাতেও অপ্রতিরোধ্য ছিলেন তিনি। কিন্তু এবার আইনের গেরোয় পরে আর ভোটে লড়া হচ্ছে না বৈশ্বানরের। কারণ, ৯০ নম্বর ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত।

যদিও বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন প্রাক্তন এই ছাত্রনেতা। তাঁর কথায়, “ভোটে দাঁড়ানোটা বড় কথা নয়। আমরা সবাই তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। দলের সিদ্ধান্তই আমাদের কাছে সব। দল যেভাবে বলবে, আমরা সেভাবে কাজ করবো। সংরক্ষণ না হলেও যদি দল টিকিট না দিতো দাঁড়াতাম না। দলেরই কাজ করতাম।”

তিনি জনপ্রিয় কাউন্সিলর। কিন্তু এবার তিনি না থাকায় কি ভোটযুদ্ধে একটু ব্যাকফুটে চলে গেল দল? বৈশ্বানরের সোজাসাপটা উত্তর, “দল আরও ফ্রন্টফুটে খেলবে। কারণ, এবার ৯০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী চৈতালি চট্টোপাধ্যায়। যিনি ২০১০ সালে সংরক্ষণের সময় কউন্সিলর হয়েছিলেন। এবং জেতার পর ৫ বছর দারুন কাজ কররছিলেন। ফলে জনপ্রিয়তার নিরিখে আমার থেকেও চৈতালি অনেক এগিয়ে।”

এবার ৯০ তৃণমূলের প্রধান প্রতিপক্ষ কে? বৈশ্বানরের কথায়, “মানুষ উন্নয়নের নিরিখে আগের চেয়েও বেশি আসন দেবে তৃণমূলকে। তাই সেই অর্থে শুধু তাঁর ৯০ নম্বর ওয়ার্ড কেন, কলকাতা পুরসভার সব ওয়ার্ডেই মানুষ ঘাড়ফুলের পক্ষেই রায় দেবে। প্রথম হবে তৃণমূল। সেক্ষেত্রে দ্বিতীয়-তৃতীয় কে হলো সেটা নিয়ে আমরা ভাবছি না।”

পুরভোটে তৃণমূল গুন্ডাগিরি করলে কোনওরকম ছুৎমার্ক না রেখেই বিজেপিকে সঙ্গে নিতে চাইছে সিপিএম। এই প্রসঙ্গে বৈশ্বানর বামেদের কটাক্ষ করে বলেন, “দীর্ঘ ৩৪ বছরে সিপিএম বাংলার বুকে কেমন গুন্ডাগিরি করেছে সবাই জানে। ওদের মুখে এসব কথা মানায় না। আলাদা করে আর সঙ্গে নেওয়ার কী আছে। ওরাই তো এখন বিজেপি। লাল জ্যাকেট ছেড়ে গেরুয়া পড়েছে, এটাই পার্থক্য। মানুষ ওদের কাউকেই বিশ্বাস করে না।”

সব মিলিয়ে এবার আরও বেশি ব্যবধানে ৯০ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করবে বলেই দাবি বৈশ্বানরের। চৈতালি চট্টোপাধ্যায় তাঁর থেকে বেশি মার্জিনে জিতবেন বলেই জানালেন তিনি। প্রসঙ্গত, ৯০ নম্বর ওয়ার্ডে এবার মহিলা সংরক্ষিত হওয়ায় এখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন এই ওয়ার্ডেরই প্রাক্তন কউন্সিলর চৈতালিদেবী। যিনি বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সহধর্মিণী।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...