Thursday, August 28, 2025

নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্স হলে আলাদা কথা ! অপূর্ব !! কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

একটি স্পর্শকাতর বিষয়। দয়া করে একটু পড়বেন এবং ভাববেন।

সংবাদে প্রকাশ: রোজভ্যালি থেকে যারা টাকা পেয়েছে, তা ফেরত নিতে তদন্তকারী সংস্থা যাদের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স আছে। আছে সেন্ট জেভিয়ার্স কলেজের মত শীর্ষ বিদ্যাপ্রতিষ্ঠান। কাল টিভিতে প্রচারিত। আজ আনন্দবাজার পত্রিকাতেও রয়েছে।

কই, সোশ্যাল মিডিয়ায় ঝড় দেখলাম না তো?
সারদার ক্ষেত্রেও একাধিক বড় ক্লাবের নাম ছিল।
ফেস বুকে ঝড় ওঠে নি তো।

যদি এখানে কুণাল ঘোষের নাম থাকত বা থাকে, তখন একশ্রেণীর বীরপুঙ্গব নেমে পড়বেন ফেস বুক বিপ্লবে।

কেন এই বৈষম্য?

কেন আজ বহু মিডিয়া খবরটি করল না?
ভগবান ছাড়া কাউকে নাকি যারা ভয় পায় না, তারাও নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্সের নাম লিখল না। অথচ আমার নামে খবর হলে সেটা বাদ যায় না।

কলকাতা নাইট রাইডার্স বা সেন্ট জেভিয়ার্স কলেজ এত ভারি নাম যে সেখানে সমালোচনায় আঙুল কাঁপে।

আর কুণাল ঘোষ সৌজন্য দেখিয়ে সোশাল মিডিয়ায় থাকে বলে যা ইচ্ছে লেখা যায়?

সেন্ট জেভিয়ার্স সেরা প্রতিষ্ঠান। এই ঘটনায় কি তার শ্রেষ্ঠত্ব যাবে? কখনই না।
নাইট রাইডার্স উঠে যাবে? কখনই না। বড় ক্লাবগুলো বন্ধ হয়ে গেছে? না।
তাহলে?

কেন, কোন্ পরিস্থিতিতে কী হয়েছে, সেসব না দেখেই এত বিশেষণ? এত জ্ঞানবিতরণ?

যে কাগজ আপনি সকালে পড়েন, যে নিউজ চ্যানেল দেখেন, তারা চিট ফান্ড থেকে কত পেয়েছে, কোনো দিন একটা চিঠি লিখে জানতে চেয়েছেন?

আমি প্রথম দিন থেকে যা বলে আসছি, আজও তাই বলি।

আমি সারদা থেকে টাকা পেয়েছি। বেতন ও বিজ্ঞাপনবাবদ। নিয়োগপত্র পেয়ে সারদার মিডিয়া শাখায় কাজ করেছি। পুরো আয়কর দিয়েছি। আমি জ্ঞানত অন্যায় করি নি। আমি আইনে লড়াই করছি। আমার বিরুদ্ধে যা হয়েছে বা হবে, আমি আদালতে চ্যালেঞ্জ করেছি এবং করব।

কিন্তু আপনাদের বিবেচনায় বৈষম্য থাকবে কেন?

‘বর্তমান’ কাগজ আজ নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্সের নাম লিখল না, এধরণের বিতর্কে আমার নাম লেখে কেন?

দয়া করে ভেবে দেখবেন।

কখনও কোনোদিন একজন এজেন্ট বা লগ্নিকারীকে বলিনি সারদায় টাকা রাখুন। অনেকে যেমন টাকা রেখে সমস্যায়, আমি বা আমরা অনেকেই চাকরি করে বিপর্যস্ত।

দেখুন, তদন্ত প্রক্রিয়ায় বড় নাম এলে ফেস বুক ঘুমোবে আর কিছু ক্ষেত্রে বিপ্লবী হবে, এটা চলতে পারে না। কয়েকজন গ্রেপ্তার, কয়েকজন ছাড়, প্রশ্ন উঠবেই। কেউ জেলে আর কারুর ক্ষেত্রে শুধু টাকা ফেরত, আইনের দুই মুখ চলতে পারে না।

আমি আইনে চ্যালেঞ্জ করেছি, আগামী দিনেও প্রয়োজনে আদালতে যাব। কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিতে বৈষম্য যাতে না থাকে, সেই অনুরোধটা তো আপনাদের করতেই পারি।

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...