ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি শহরে। মঙ্গলবার, ভোররাতে শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে বিধংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ভোরবেলা অচমকাই ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে। হাওয়ার দাপটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় পর পর জ্বলতে থাকে দোকান। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভস্মীভূত কমপক্ষে ৭টি দোকান। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি।

অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
