ফের গ্রেনেড হামলায় কাঁপল শ্রীনগর। বৃহস্পতিবার ভোরে লালবাজার থানায় গ্রেনেড হামলা চলে। আধা সেনাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। দিনকয়েক আগে একইভাবে শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা হয়।
বৃহস্পতিবারের এই ঘটনায় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী।
