ভোটে খারিজ ইমপিচমেন্ট প্রস্তাব, জিতলেন ট্রাম্পই

মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব ভোটাভুটিতে খারিজ হল। সংখ্যাগরিষ্ঠ সেনেটরের ভোটে জিতে গেলেন ট্রাম্প। ফলে ডেমোক্র্যাটদের অভিযোগ থেকেও বেকসুর মুক্ত হলেন তিনি। বুধবার সেনেটে 52-48 ভোটে খারিজ হয় মূল প্রস্তাব। ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্টোদিকে মুখ পুড়ল ডেমোক্র্যাটদের।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করার জন্য ইউক্রেনের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন ট্রাম্প। তাতে রাজি না হওয়ায় তিনি ইউক্রেনকে মার্কিন প্রতিরক্ষা বরাদ্দ কমিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এসবের কারণেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল ডেমোক্র্যাটরা। এই প্রস্তাব প্রথমে হাউস অফ রিপ্রেসেন্টেটিভে পাশ হলেও সেনেটের ভোটাভুটিতে খারিজ হল।

Previous articleট্যাংরাকাণ্ডে নয়া মোড়, পুলিশের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ
Next articleফের গ্রেনেড হামলায় কাঁপল শ্রীনগর