৭ তারিখ বিধানসভায় বাজেট অধিবেশন। সেখানেই উদ্বোধনী বক্তৃতা দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে শ্রীনিকেতনে গিয়ে অধিবেশনে বিস্ফোরণের ইঙ্গিত দিলেন তিনি। আগেই এই অধিবেশনের জন্য রাজ্যের তরফে রাজ্যপালকে পাঠানো উদ্বোধনী বক্তৃতার খসড়ায় আপত্তি জানিয়েছিল রাজভবন। বলা হয়েছিল, কিছু সংশোধন করে দিতে। সেই বিষয়ে বৃহস্পতিবার, ধনকড় সাংবাদিকদের জানান, “রাজ্য তার নীতি অনুযায়ী খসড়া লিখে পাঠিয়েছিল। তার যে অংশ আমার পছন্দ বলব। কিন্তু সেই কথাই যে বলতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই”। তিনি বলেন, রাজ্যপালেরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের বক্তব্য পেশ করার। এই পরিস্থিতি নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত মিলছে।
কারণ, ধনকড় নিজেই জানান, বাজেট অধিবেশনে একটি ইতিহাস রচনা হতে চলেছে। তাঁর কথায়, তিনিই স্বাধীন দেশে জন্মগ্রহণ করা রাজ্যপাল যিনি স্বাধীন দেশের বিধানসভায় বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন।
তবে, অধিকাংশ বিষয়ে নিয়েই রাজ্য-রাজভবন সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ধনকড়ের বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ ঘিরে ফের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন রাজ্যপাল। বাজেট রাজ্যের বিষয়ে এই নিয়ে ধনকড়ের কথা বলার কিছু নেই। এই অবস্থায় রাজ্যপাল কোনও মন্তব্য করলেও, শাসকদলও যে প্রস্তুত তারই ইঙ্গিত মিলেছে।
