Wednesday, December 31, 2025

বিধানসভায় কাল বিস্ফোরণের পথে ধনকড়, কোমর বাঁধছে তৃণমূলও

Date:

Share post:

৭ তারিখ বিধানসভায় বাজেট অধিবেশন। সেখানেই উদ্বোধনী বক্তৃতা দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে শ্রীনিকেতনে গিয়ে অধিবেশনে বিস্ফোরণের ইঙ্গিত দিলেন তিনি। আগেই এই অধিবেশনের জন্য রাজ্যের তরফে রাজ্যপালকে পাঠানো উদ্বোধনী বক্তৃতার খসড়ায় আপত্তি জানিয়েছিল রাজভবন। বলা হয়েছিল, কিছু সংশোধন করে দিতে। সেই বিষয়ে বৃহস্পতিবার, ধনকড় সাংবাদিকদের জানান, “রাজ্য তার নীতি অনুযায়ী খসড়া লিখে পাঠিয়েছিল। তার যে অংশ আমার পছন্দ বলব। কিন্তু সেই কথাই যে বলতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই”। তিনি বলেন, রাজ্যপালেরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের বক্তব্য পেশ করার। এই পরিস্থিতি নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত মিলছে।
কারণ, ধনকড় নিজেই জানান, বাজেট অধিবেশনে একটি ইতিহাস রচনা হতে চলেছে। তাঁর কথায়, তিনিই স্বাধীন দেশে জন্মগ্রহণ করা রাজ্যপাল যিনি স্বাধীন দেশের বিধানসভায় বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন।
তবে, অধিকাংশ বিষয়ে নিয়েই রাজ্য-রাজভবন সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ধনকড়ের বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ ঘিরে ফের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন রাজ্যপাল। বাজেট রাজ্যের বিষয়ে এই নিয়ে ধনকড়ের কথা বলার কিছু নেই। এই অবস্থায় রাজ্যপাল কোনও মন্তব্য করলেও, শাসকদলও যে প্রস্তুত তারই ইঙ্গিত মিলেছে।

 

spot_img

Related articles

দেওয়া হবে ইনসেনটিভ, ডেলিভারি কর্মীদের ধর্মঘটে বড় ঘোষণা সুইগি ও জোমাটোর

বছরের শেষদিনে ধর্মঘটের ডাক দিয়েছেন ডেলিভারি কর্মীরা। অতিরিক্ত পরিশ্রম, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া, নিরাপত্তার অভাব সংক্রান্ত একাধিক...

গোটা দেশ স্বাগত জানাবে ২০২৬-কে, ইথিওপিয়ায় কিন্তু ২০১৮!

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই নতুন বছর। ২০২৬। নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় বিশ্ববাসী। কিন্তু এমনও এক...

২০২৫ সালের অর্থনৈতিক সংস্কার: ভবিষ্যৎ ভারত গড়ার প্রস্তুতি

২০২৫ সালের অর্থনৈতিক সংস্কারগুলি ভারতীয় শাসনব্যবস্থার একটি পরিণত পর্যায়কে প্রতিফলিত করে, যেখানে নিয়ন্ত্রক পরিকাঠামো সম্প্রসারণের পরিবর্তে পরিমাপযোগ্য ফলাফল...

জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেন, আহত একাধিক

উত্তরাখণ্ডের (Uttarakhand )চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ(Tunnel Train Acciden), আহত কমপক্ষে ৬০ জন। মঙ্গলবার রাতে...