ফের উস্কানিমূলক মন্তব্য যোগীর!

ফাইল চিত্র

হাতে আর মাত্র দু’দিন। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠছে বিজেপি-র নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে। সাম্প্রদায়িক বিবৃতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এবার তাঁর বক্তব্যে নতুন সংযোজন, দেশভাগের সময় যেসব মুসলিমরা ভারতে থেকে গিয়েছিলেন, তাঁরা দেশের জন্য কোনও দয়া করেননি।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, ওঁদের উচিৎ ছিল দেশভাগের বিরোধিতা করা। দেশভাগ না হলে পাকিস্তান তৈরি হত না। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের জেরে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। কয়েকদিন আগে শাহিনবাগের সিএএ আন্দোলনের সমালোচনা করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যার জেরে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি।

Previous articleভোটের প্রচারে বিয়ের প্রস্তাব, হইহই সোশ্যাল মিডিয়ায়
Next articleবিধানসভায় কাল বিস্ফোরণের পথে ধনকড়, কোমর বাঁধছে তৃণমূলও