নির্বিচারে গাছ নিধন। তাও করলেন এক গানের শিক্ষক। সবুজের অভিযানের বার্তা দেওয়ার কথা যাঁর, তাঁর বিরুদ্ধেই উঠল গাছ কেটে বিক্রি করার অভিযোগ। বসিরহাটের দক্ষিণ রূপমারি হালদার পাড়ার ঘটনা। স্থানীয় গানের শিক্ষক গিরিধারী মণ্ডল তাঁর দখল করা জমি উপর কমপক্ষে ১৫ টা বাবলা গাছ নির্বিচারে কেটে হাজার হাজার টাকায় বিক্রি করছেন। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। নির্বিচারে সুন্দরবনের ম্যানগ্রোভ কাটার অভিযোগে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই শিক্ষক পূর্ব পরিকল্পনা করেই গাছগুলিকে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করছেন।

পরিবেশ বাঁচাতে রাজ্য সরকার সবসময় প্রচার করছে। চারাগাছ বিতরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কর্মসূচি নিয়েছে। এই পরিস্থিতিতে একজন শিক্ষক হয়ে কী করে সরকারি গাছগুলোকে কেটে বিক্রি করছেন তিনি।
এই বিষয়ে রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন সর্দারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় বনদফতরের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ ওঠে।

আরও পড়ুন-দোকানে জাল নোট চালাতে গায়ে হাতেনাতে পাকড়াও
