Friday, November 21, 2025

বিজেপির হয়ে মাঠে না নামলে এবার প্যাঁচে পড়তে চলেছেন শোভন

Date:

Share post:

বেশ চাপেই পড়লেন কলকাতার প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

সূত্রের খবর, একটা নৌকা এবার বোধহয় শোভনকে ছাড়তে হবে৷ বিনা শর্তে তৃণমূলে ফেরা অথবা সামনে এসে বা পিছনে দাঁড়িয়ে বিজেপির হয়ে পুরসভা ভোট পরিচালনা করা, যে কোনও একটি নৌকা তাঁকে এবার বেছে নিতেই হবে৷

পুরভোট, বিশেষত কলকাতা পুরসভা দখলের লক্ষ্যেই শোভনকে দলে নিয়েছে বিজেপি৷ ঠিক একারনেই বিজেপিকে অবজ্ঞা করার তাঁর টানা চেষ্টাও দল হজম করে চলেছে৷ পুরভোটের আগে এবার তার হেস্তনেস্ত চাইছেন গেরুয়া নেতারা৷

সক্রিয়ভাবে দলের সঙ্গে না থাকলেও এখনও শোভন বিজেপি ছাড়েননি। তৃণমূলও তাঁকে দলে ফেরানোর আগ্রহ দেখাচ্ছে না৷ যদিও তৃণমূলে ফিরতে কম চেষ্টা করছেন না তিনি৷ কিন্তু রাজনীতির সঙ্গে পারিবারিক সমস্যা মিশিয়ে দিয়ে গোটা প্রক্রিয়াই বিশ বাঁও জলে পাঠাচ্ছেন শোভন নিজেই৷ শোভন বুঝতে পারছেন না, তাঁকে তৃণমূলে ফিরতে হলে, রত্না চট্টোপাধ্যায়কে মেনেই ফিরতে হবে৷ ঠিক এই ইস্যুতে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে তৃণমূল৷
বাস্তব এটাই, কলকাতা পুরসভার ভোটকে নজরে রেখেই প্রাক্তন তৃণমূলি মেয়রকে দলে আনে
বিজেপি৷ ২০১৯-এর আগস্টে দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি৷ কিন্তু যোগ দেওয়ার দিন থেকেই তাঁর সঙ্গে গেরুয়া নেতৃত্বের একাংশের মনোমালিন্য শুরু হয়৷ সম্ভবত, সে কারনে অন্তরালেই রয়েছেন শোভন। শহরে অমিত শাহের সভাতে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও তাঁকে দেখা যায়নি।

পুরভোটের মুখে তাই বঙ্গ-বিজেপিতে প্রশ্ন উঠেছে, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছেন কি’না, এবং কলকাতা পুরভোটে বিজেপি-শিবিরের নেতৃত্ব তিনিই দেবেন কি’না, তা স্বচ্ছ করা হোক৷ শোভন যেহেতু দিল্লি গিয়ে দলে যোগ দিয়েছেন, তাই রাজ্য বিজেপি দলের শীর্ষ নেতৃত্বের কোর্টেই বল পাঠিয়েছে৷ সূত্রের খবর, রাজ্য কমিটির এই দাবির মধ্যে অন্যায় কিছু দেখেনি দিল্লি৷ তাই এই প্রথমবার শোভন সম্পর্কে কড়া মনোভাবও প্রদর্শন করেছেন শীর্ষ নেতারা৷
দিন চারেক আগে, দিল্লি নেতৃত্বের তরফে শোভনকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, পুরভোট নিয়ে বিজেপির হয়ে এখনই ময়দানে না নামলে, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলি নিয়ে পদক্ষেপ করা হবে৷

শোভন, বিজেপি বা তৃণমূল, এই ইস্যুতে এখনও কেউই স্বচ্ছ নয়৷
শোভন এখনও বিজেপির ছাড়েননি, আবার তৃণমূলের বিধায়ক- কাউন্সিলর, সবই রয়েছেন৷ বিজেপি নেতৃত্ব এখনও মনে করে, কলকাতা পুরভোটে শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে৷ গেরুয়া শিবিরের খবর, শোভনের তৃণমূলে যাওয়া আটকাতে গুছিয়ে মাঠে নেমেছে দল৷ তা সত্ত্বেও শোভন নিরুত্তর, উদাসীন বা তৃণমূল-ঘেঁষা থাকলে, তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলির “ফয়সালা’ দ্রুততার সঙ্গেই সেরে ফেলা হবে৷

spot_img

Related articles

বরানগরে সরকারি কর্মীকে গুলি করে খুনের চেষ্টা! চাঞ্চল্য এলাকায়

বরানগরে(Baranagar) ট্রামের (ডব্লুবিটিসিএল) কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে বিকাশ মজুমদার। গুলি...

ফেডারেশনের সঙ্গে বৈঠকে জট কেটে পর্দায় ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’

বিতর্কের অবসান। কাটল জটিলতা। মুক্তি পাচ্ছে বড় পর্দার ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’(The Academy of Fine Arts...

SIR-প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়: মঙ্গলে সভা-মিছিল বনগাঁয়

এসআইআর আতঙ্কে বাংলায় একের পর এক মানুষের মৃত্যু। এই রাজ্যেই মৃত্যু হয়েছে দুই বিএলও-র। তা নিয়ে মুখ্য নির্বাচন...

জল্পনার অবসান, টেস্ট শুরুর আগে গুয়াহাটি ছাড়লেন গিল, ফিরলেন কোথায়?

ভারতীয় টেস্ট দল থেকে অধিনায়ক শুভমান গিলকে (Shubhaman Gill )ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই চলে গেছেন গিল। আগামী...