রাজ্যের মসনদে কে, আজ ঠিক করবে দিল্লি

শেষ কয়েকদিন রাজনীতির ‘হাই-ভোল্টেজ ড্রামা’ দেখেছে দিল্লিবাসী। দেশের রাজধানীর ভোট বলে কথা! সব দলের কাছেই প্রেস্টিজ ইস্যু দিল্লি বিধানসভা নির্বাচন। এবারও ফের আমআদমি পার্টির ক্ষমতায় আসার ইঙ্গিত। গত কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের সাত আসনে মোদিঝড়ে আপকে উড়িয়ে দিলেও বিধানসভা ভোটে উল্টো হাওয়ায় চাপে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে দিল্লি ভোটের দায়িত্বে, তবু মুখ্যমন্ত্রী পদে কোনও মুখকে তুলে ধরতে ব্যর্থ বিজেপি। স্থানীয় উন্নয়নের ইস্যুতে আপের কাছে পিছিয়ে থেকে শেষবেলায় শাহিনবাগ আর জাতীয়তাবাদই মোদির দলের ভরসা। আর বিজেপি-আপের দ্বৈরথের মাঝে কংগ্রেসের সামনে শুধু অস্তিত্ব রক্ষার লড়াই। আজ দিল্লি বিধানসভার ৭০ টি আসনের জন্য ভোট দেবেন প্রায় দেড় কোটি ভোটার। ফল ঘোষণা ১১ ফেব্রুয়ারি।

Previous articleবাজেটের পর রবিবার প্রথম শহরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
Next articleহঠাৎ পড়ে পাওয়া এক অন্যরকম গল্প