বাজেটের পর রবিবার প্রথম শহরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কেন্দ্রীয় বাজেট পেশ করার পর রবিবার প্রথম কলকাতা শহরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শহরে এসে তিনি শিল্পপতি, বিভিন্ন বাণিজ্যিক সংগঠন, ব্যাংক আমানতকারী, কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। যেখানে ২০২০-২১ সালে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও তিনি অর্থনীতিবীদ, টেক্স প্রাকটিশনার অ্যাসোসিয়েশন, ফিনান্সিয়াল ও একাউন্টিং ফার্ম, প্রফেশনাল বডি, একাডেমিক পারসন, পলিসি মেকার্সদের সঙ্গে বাজেটের বিভিন্ন জটিল দিকগুলো নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।

সবমিলিয়ে বহুচর্চিত কেন্দ্রীয় বাজেট-এর পর নির্মলা সীতারামন-এর কলকাতা সফর যে খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleদিল্লি বিধানসভা নির্বাচন: সকালের দিকে ভোটের হার ১ শতাংশেরও কম!
Next articleরাজ্যের মসনদে কে, আজ ঠিক করবে দিল্লি