Big Breaking: বিগত কয়েক দশকের রেকর্ড ভেঙে মহানগরীর তাপমাত্রা ৪৩°

আশঙ্কা সত্যি করেই বিগত কয়েক দশকের রেকর্ড ভেঙে কলকাতার (Kolkata) তাপমাত্রার (Temperature) পারদ ছুঁল ৪৩°। আগেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো মঙ্গলবার মহানগরীর তাপমাত্রা হল ৪৩°। রেকর্ড অনুযায়ী, তার আগে ১৯৫৪ সালের এপ্রিল মাসে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয় ৪৩.৩ ডিগ্রি। এটাই কলকাতার সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

সোমবারই রেকর্ড তাপমাত্রা (Temperature) ছিল মহানগরে । ১৯৮০-এর পর থেকে ২০২৪ পর্যন্ত কলকাতার এটিই ছিল এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবারের আগে শেষ বার ১৯৮০ সালে এত পারদ চড়েছিল। ৪৪ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে ৪৩ ডিগ্রি পৌঁছল






Previous articleভোটের মুখে বাংলাকে ১ নম্বর করার প্রতিশ্রুতি! অমিত শাহকে যোগ্য জবাব কুণালের
Next articleঅভিনব গবেষণা কেন্দ্র চালু করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়