Sunday, November 16, 2025

প্রশাসনিক কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন অভিষেক

Date:

Share post:

মানুষের সুরক্ষাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শনিবার স্পষ্ট জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার শহরকে নতুন করে সাজিয়ে তুলতে তিনি প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শনিবার ডায়মন্ডহারবার-এর নতুন প্রশাসনিক ভবন শুভান্নে রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকদের পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক এবং মহকুমা ও জেলার অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে অভিষেক হুগলি নদীর তীরে ভেঙে যাওয়া বাঁধ মেরামতি কোন পর্যায়ে আছে তা পরিদর্শন করেন। 6 মাস আগে এই বাঁধ ভেঙে গিয়েছিল। মেরামতির কাজ যেমন তিনি খতিয়ে দেখেন, তেমনি দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। তার সঙ্গে ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের যুব সভাপতি বলেন, অগাস্টের প্রথম সপ্তাহে আমরা ডায়মন্ড হারবারের ভেঙে যাওয়া এই নদী বাঁধের মেরামতির কাজ শুরু করেছিলাম। ভাঙা রাস্তা রাস্তা দ্রুত মেরামত করা হয়েছিল। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এই মেরামতির কাজ শেষ করা হয়েছিল। ইতিমধ্যেই ওই রাস্তা জিয়ে ভারী যানবাহন চলাচলও শুরু হয়েছে বলে তিনি জানান। আগামী তিন মাসের মধ্যে নদী বাঁধ মেরামতি ও সৌন্দর্যয়ানের কাজ শেষ করা হবে। এর জন্য পূর্ত ও সেচ দফতরের মধ্যে যাতে সমন্বয়ের কোনও অভাব না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নদীর দিক থেকে 300 মিলিমিটার বাদ দিয়ে ডবল সিট পাইলিং করে পাকাপোক্তভাবে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামত করা হবে।
দোকানদারদের আশ্বস্ত করে অভিষেক বলেন, এই সৌন্দর্যায়নের জন্য যেসব দোকান ভাঙা পরবে সেইসব দোকানদারকে নতুন দোকান দেওয়া হবে। তবে জেলা আধিকারিকদের তিনি নির্দেশ দেন, এই মেরামতি করতে গিয়ে ও সৌন্দর্যায়নের কাজ করতে গিয়ে যাতে নতুন করে কোনও এলাকা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার। এদিন তিনি স্পষ্ট জানান, ছয় মাস আগে যে বিপর্যয় ঘটেছিল তা মোটেই নির্মাণ কাজের জন্য হয়নি। এরই পাশাপাশি ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি সার্ভিসের জেটি আধুনিকীকরণ করা হবে বলে তিনি জানান। এই বিষয়ে রাজ্যের পরিবহন দফতরকে তিনি যত তাড়াতাড়ি সম্ভব চিঠি লিখবেন বলে জানিয়েছেন। আসন্ন পুরভোটই যে পাখির চোখ, এদিনের নির্দেশে তা স্পষ্ট।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...