বইমেলার শেষবেলায় স্লোগানের উত্তেজনা। লিটল ম্যাগাজিন স্টলের এলাকায় এপিডিআর-এর ধরণা যতখানি গর্জে ছিল, ততখানি না বর্ষালেও বিশ্ব হিন্দু পরিষদের স্টলে শুরু হয় স্লোগান। অনভিপ্রেত ঘটনার আশঙ্কা করে ছুটে আসে পুলিশ। ঘিরে ফেলে পরিষদের স্টল। তাদের যুক্তি ‘বন্দে মাতরম’ বা ‘ভারত মাতা কি জয়’ বা ‘জয়শ্রীরাম’ বলা তো আমাদের অধিকার। বইমেলায় তা বন্ধ করার কোনও আইন নেই। আর যদি স্লোগান বন্ধ করতে হয়, তাহলে সব স্লোগান বন্ধ করতে হবে। এই চাপান উতোরে বই মেলা শেষ হওয়ার ঘন্টা চারেক আগে প্রবল উত্তেজনা বইমেলা চত্ত্বরে। এক পুলিশ আধিকারিককে বলতে শোনা গেল, সব বাইরের লোক এসে আমাদের কালচারটাই পাল্টে দিচ্ছে। কী বুঝবে এরা বইমেলার গুরুত্ব! ভ্যান রেডি রাখ সব কটাকে তুলব! যদিও সে পরিস্থিতি হয়নি।
