আজব নিয়ম বইমেলায়।

প্রথম দিন থেকে রোজ মাঠে বিনামূল্যে বিতরণ হল ধর্মগ্রন্থ। কারুর কোনো আপত্তি নেই। গোলমাল নেই। বইপ্রেমীদের মধ্যে ঘুরে ঘুরে বিতরিত হল বই।

আর শেষদিন বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা হনুমান চালিশা বিলি করতেই আপত্তি, প্রতিবাদ, অশান্তি।

প্রশ্ন হল, তাহলে এতদিন অন্য ধর্মের বই বিলি হতে দেওয়া হল কেন? বন্ধ হলে সব বন্ধ হত। আর সেসব যদি বিলি হয়, তাহলে কেন আপত্তি হনুমান চালিশায়?

এই একপেশে নীতিকে ধর্মনিরপেক্ষতা বলা যায় কি?
