২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা। রাজ্যের অর্থমন্ত্রী বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের ঘোষণা করেন। আগে পিএফ-এর জন্য শ্রমিকদের দিতে হত ২৫টাকা আর রাজ্য দিত ৩০টাকা। এবার থেকে পুরোটাই দেবে সরকার। এতে রাজ্যে মোট দেড়কোটি পরিবার লাভবান হবে বলে জানালেন অমিত মিত্র।
ছোট ও মাঝারি শিল্পের জন্যে বাংলাশ্রী প্রকল্পের ঘোষণা হল সোমবারের বাজেটে। গত বছর পয়লা এপ্রিল থেকে যেসব সংস্থা কাজ শুরু করেছে, তারাও এই সুবিধা পাবে। আগামী অর্থবর্ষে এরজন্য ১০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্য বাজেট: ‘জয় জহার’ নামে আদিবাসীদের জন্য বার্ধক্য ভাতা ঘোষণা অর্থমন্ত্রীর
