Monday, November 10, 2025

রাজ্যেই কেন হল না সাইকেল কারখানা? বাজেট শুনে প্রশ্ন তুললেন মান্নান

Date:

Share post:

বর্তমান রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের পরেই সমালোচনায় সরব বিরোধীরা। বাজেট বক্তৃতায় সবুজসাথী প্রকল্পের উল্লেখ করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে ১ কোটি সাইকেল দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান নিয়েই রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। তিনি বলেন, “এই পরিসংখ্যান সঠিক ধরে নিয়েই বলছি, এই এক কোটি সাইকেল তো আমাদের রাজ্যেই তৈরি হতে পারত। সরকার তো একটি সাইকেল তৈরির কারখানা করে কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারত।”

বিরোধী দলনেতা বলেন, বাংলায় একটা সাইকেল কারখানা হলে বাংলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ হত। কারখানা ঘিরে অনুসারী শিল্প গড়ে উঠত। তার প্রভার পড়ত অর্থনীতিতে। তাঁর অভিযোগ, জেনে বুঝেই রাজ্য সরকার ১ কোটি সাইকেল বাইরে থেকে কিনেছে। এরপরেই কটাক্ষ করে আবদুল মান্নান প্রশ্ন তোলেন, বাইরে থেকে কেন বেশি দামে সাইকেল কেনা হল? তাহলে কি এখানেও কাটমানির বিষয় জড়িয়ে আছে?

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তোপ দাগেন আবদুল মান্নান। তাঁর অভিযোগ, হাসপাতালগুলির গায়ে নীল-সাদা রং করে সুপার স্পেশালিটি বলে দেওয়া হলেও সেগুলির কোনও পরিকাঠামো নেই। আগের থেকে বেশি মানুষ ভিন রাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছেন। এটা থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে পরিষেবা কেমন? এমনকী এই সরকার কাজই করে না বলে অভিযোগ তুলে মান্নান বলেন, কাজ করলে তবেই তো জনগণের বাজেট আখ্যা দেওয়া যাবে।

তাঁর কথার রেশ টেনেই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অভিযোগ, রাজ্য বাজেট দিশাহীন। এখানে কর্ম সংস্থান, শিল্প, এমনকী কৃষকদের দুরবস্থার কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন-সরকারি টাকায় রাজ্যের CAA বিরোধী বিজ্ঞাপন নিয়ে রাজ্যপালকে নালিশ বিজেপি বিধায়কদের

spot_img

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...