এই ভিডিও আপনার চোখে জল এনে দেবে। এ ভিডিও আপনাকে বুঝিয়ে দেবে করোনা কত মারাত্মক এক ভাইরাস, যেখানে মা-মেয়েকে আলিঙ্গন পর্যন্ত করতে পারছেন না।

চিনের জিন হুয়া সংবাদ মাধ্যম এই ভিডিওটি প্রকাশ করেছে। মা স্বাস্থ্যকর্মী বা নার্সিং স্টাফ। দিন রাত এক করে আক্রান্ত রোগীদের সেবা করছেন। থাকা খাওয়া সবই হাসপাতালে। বাড়ি ফেরার সুযোগ নেই। একরত্তি মেয়ে দেখতে এসেছে মাকে। অথচ দু’জনের ব্যবধান কম করে ১০ফুট। চোখের জলে মেয়ে মাকে বলছে, মা আমি তোমাকে খুব মিস করছি। একবার এসো। উল্টোদিক থেকে মা বলছেন, চিন্তা করো না। আমি দ্রুত ফিরে আসব। এখন দানবের সঙ্গে লড়াই করছি। জিতেই ফিরব। মায়ের চোখেও জল। মেয়ে এবার বাড়ি থেকে আনা খাবার মায়ের জন্য নামিয়ে রাখল। মা এসে সেই খাবার তুলে নিয়ে গেলেন, বিদায় নিলেন। মা নিজেও জানেন, জীবিত অবস্থায় আদৌ তিনি পরিবারের কাছে ফিরতে পারবেন কি না, সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই দূর থেকে হাত তুলে আলিঙ্গন করল মেয়ে মাকে। মাও হাত তুলে আদর করলেন… তারপর ফিরে গেলেন হাসপাতালে।

