Thursday, August 21, 2025

পদ্ম না ঘাস, এখন তিনি কোন ফুলে ? বিজেপি’র বৈঠকে অ-‘শোভন’ ছবি !

Date:

Share post:

পুরভোটে নেমে পড়লো বঙ্গ-বিজেপি, কিন্তু কোথায় ‘তিনি’ ?

তাহলে কি পদ্ম-শিবির কানন-শূন্য ?

এমন অ-‘শোভন’ ছবিই ধরা পড়েছে রাজ্যে আসন্ন পুরভোটের প্রস্তুতি নিয়ে শনিবার কলকাতায় বিজেপি’র সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও রাজ্য পদাধিকারীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের৷

এই বৈঠকে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির দুই কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিরা। কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকেও দেখা যায়নি গত নভেম্বরে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে৷ অথচ তিনি গেরুয়া শিবির ত্যাগ করেছেন, এমন খবরও নেই৷ এই বৈঠকের পর স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠেছে, পদ্ম না ঘাস, শোভন এখন কোন ফুলে ?

অনেক আশা নিয়ে বিজেপি’র শীর্ষ মহল দলে নিয়েছিলো শোভনকে৷ ভাবনায় ছিলো, তৃণমূল-ত্যাগী এই হেভিওয়েট নেতাকে সামনে রেখে, তাঁর পরামর্শ নিয়েই পুরভোটে, বিশেষ করে কলকাতার পুরভোটে যাবে বঙ্গ-বিজেপি৷ কিন্তু এখনও পর্যন্ত বিজেপির আধখানা কর্মসূচিতেও দেখা মেলেনি শোভনের৷ অথচ বিজেপি ছেড়েও দেননি শোভন৷

শনিবার পুরভোটে দলের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে ‘পলিসি’ তৈরির বৈঠক ছিলো৷ গুরুত্বপূর্ণ বৈঠক সন্দেহ নেই৷ সেখানে ঠিক হয়েছে, দলের প্রার্থী করার ক্ষেত্রে নতুন-পুরনো ভেদাভেদ রাখা হবে না৷ তৃণমূলকে হারাতে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে। এলাকার তাঁর চারিত্রিক বৈশিষ্টের উপর প্রার্থী বাছাই করা হবে। বিশিষ্টজনের পাশাপাশি ‘ডাকাবুকো- দাগী’ প্রার্থীও দরকার৷ আসন্ন পুর নির্বাচনের লড়াইয়ের এই রণকৌশলই নিতে চলেছে বঙ্গ বিজেপি। রণকৌশল স্থির হয়ে গেলেও তথাকথিত ‘প্রধান সেনাপতি’ নিরুদ্দেশ থাকায় রাজনৈতিক মহলের বক্তব্য, “বিজেপি অবশেষে ঝেড়েই ফেললো শোভন চট্টোপাধ্যায়কে”৷

আরও পড়ুন-ব্যস্ত প্রধানমন্ত্রী আসেননি জানিয়ে কেজরি : আপনার ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেল!

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...