গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত দিনহাটা-২ ব্লকের নয়ারহাট। সোমবার সকালে নয়ারহাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হন একজন। পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি ৬টি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তৃণমূল সূত্রে খবর, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবিরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত তৃণমূল কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, কয়েকজন দুষ্কৃতী নয়ারহাটে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। পুলিশকে গোটা ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
