মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা।

পূর্ব বর্ধমান জেলা কাটোয়ার দাঁইহাট শহরে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু কুমার দাসের নেতৃত্বে দাঁইহাট উচ্চ বিদ্যালয় ও দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের মোট 735 জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হল ট্রান্সপারেন্ট বোর্ড ও পেন। এবং সেখানকার সমাজসেবী বিট্টু সিংয়ের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিস্কুট, জল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। বিট্টু সিং সেখানকার ২৯ নম্বর ওয়ার্ডের মোমিন স্কুলের কাছে এই শিবির করেন।
