নিশানায় সিবিআই, তাপসের অকাল মৃত্যুর জন্য দায়ী ষড়যন্ত্র: মুখ্যমন্ত্রী

তাপস জানতেও পারলো না তার অপরাধ কী। ক্ষতবিক্ষত ভাবে অকালে চলে গেল তাপস। ভেঙে পড়েছিল। হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। তাঁর তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়।

বিভিন্ন শিল্পী বিভিন্ন প্রীতিস্থানে ব্র্যান্ড আম্বাসডর হিসেবে কাজ করে। সুলতান আহমেদ মারা গেল। আমি ওর মুখও দেখতে পরিনি। আমি তাপসের মুখের দিকে তাকাতে পারছি না। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বউ মারা গেল।

আমি সুদীপদাকে জিজ্ঞাসা করেছি তাপসের অন্যায় কী ছিল? খুনের অপরাধে ৯০ দিনে চার্জশিট হয়ে যায়। এখানে কী খেলা চলছে জানি না।

শ্রীকান্তের এক বছরের বেশি হয়ে গেল। জেলে রয়েছে।

আরও পড়ুন-শুভ্রার জেরার পরের দিনই মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ

Previous articleশুভ্রার জেরার পরের দিনই মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ
Next articleমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল যুব কংগ্রেস