নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিলীপের! কিন্তু কেন?

ফাইল চিত্র

পুরভোট প্রচারের জন্য রাজ্য নির্বাচন কমিশন যদি সময় না দেয়, সেক্ষেত্রে আদালতে যাবে বিজেপি। শুক্রবার সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “নির্বাচন কমিশন পুরভোট প্রচারের জন্য যদি সময় না দেয়, নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে, এর আগেও আমরা কোর্টে গেছি, আবার যাবো। আমি আশা করব, ওনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কোর্টে যেতে হয়।”

পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, “পশ্চিমবাংলায় যারা রাজত্ব করছে তারা যে ধরনের হিংসা, দুর্নীতি করছে সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের কর্মীরা ভয়েতে আছে। এবং যারা পরিবর্তন চাইছে, তারা বিজেপির হাত ধরছে।”

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদিনের মতোই আজ, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। প্রাতঃভ্রমণে এদিন তিনি সল্টলেক সেন্ট্রাল পার্কে এসে এমনই মন্তব্য করেন।