১৮ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা প্রবল হলো। আপাতত আফগানিস্তানে চলছে শান্তি চুক্তির প্রস্তুতি। আগামী এক সপ্তাহ যদি আফগানিস্তানে তালিবানদের কোনও হামলা না হয়, তাহলে চুক্তি হবে মার্কিন ও তালিবানদের মধ্যে। তুলে নেওয়া হবে মার্কিন সেনা। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান, শুক্রবার থেকে শুরু হয়েছে রিডাকশন অফ ভায়োলেন্স উইক বা সন্ত্রাস বন্ধের সপ্তাহ। তবে আইএসআইএস-এর বিরুদ্ধে সেন অপারেশন অব্যাহত থাকবে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও জানান, যদি সন্ত্রাস বন্ধের চুক্তি যথাযথ ভাবে মানা হয়, তাহলে আমেরিকা ও তালিবানদের মধ্যে ২৯ ফেব্রুয়ারি চুক্তি হবে। ফলে ১৮ বছর পর আফগানিস্তান থেকে তুলে নেওয়া হবে মার্কিন সেনা।
