আই লিগে অবনমনের হাতছানি। তারমাঝে মরার উপর খাঁড়ার ঘা লাল হলুদের। ১৭ লক্ষ টাকা ইস্টবেঙ্গলকে জরিমানা দিতে হবে। দিতে হবে তাদের এক সময়ের আদরের কাটসুমি উসাকে। কারণ চুক্তিভঙ্গের অভিযোগ এনে ফিফার দ্বারস্থ হয়েছিলেন কাটসুমি। ফিফা জানিয়ে দিল, জরিমানা হিসাবে কাটসুমিকে ১৭ লক্ষ টাকা দিতে হবে। শুধু তাই নয়, ২০১৮-র অক্টোবর থেকে টাকা ফেরতের দিন পর্যন্ত এই পাওনা ১৭ লক্ষ টাকার উপর ৫% সুদও দিতে হবে। ৪৫ দিনের মধ্যে জরিমানার টাকা ফেরত না দিলে ফিফার দুটি উইন্ডোতে ইস্টবেঙ্গল কোনও বিদেশি ফুটবলার নিতে পারবে না। কোয়েস আসার পর ইস্টবেঙ্গল কাটসুমির সঙ্গে চুক্তি করেনি। সেই কারণে কাটসুমি জাপান ফুটবল ফেডারেশন মারফত ফিফার কাছে ৮০লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। ফিফা শেষ পর্যন্ত কাটসুমির পাশেই দাঁড়িয়েছে।
