Sunday, November 16, 2025

দিনক্ষণ ঘোষণা না হতেই পুরভোটের প্রার্থী নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব!

Date:

Share post:

পুর নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু শিলিগুড়িতে ইতিমধ্যেই সব দল কোমর বেঁধে নেমেছে। প্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর তারই প্রতিফলন রবিবার সকালে। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভে সামিল ৪০নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, ওই ওয়ার্ডে সত্যজিৎ অধিকারীকেই ফের তৃণমূলের প্রার্থী করতে হবে। এই মর্মে প্ল্যাকার্ডও নিয়ে যান তাঁরা। সত্যজিৎ এলাকায় ‘ভাইজান’ বলে পরিচিত। কিন্তু এটা কোনও ভাবেই মেনে নিতে পারছেন না গৌতম দেব। তবে, বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি শোনেন তিনি। পরে সাংবাদিকদের পর্যটনমন্ত্রী বলেন, “এটা কোনও পদ্ধতি নয়। এসব কথা বলার জন্য দলীয় দফতর রয়েছে। বিষয়টি নিয়ে আমি কাউন্সিলরের সঙ্গেও কথা বলব। উনি পাঠিয়েছেন কি না জানি না। তবে ওনার নামেই স্লোগান দিচ্ছিল সকলে”। প্রার্থী নিয়ে দলীয় স্তরে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন গৌতম দেব।
তৃণমূলের জেলা সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার জানান, তাঁর বাড়িতেও দাবি নিয়ে গিয়েছিলেন বাসিন্দারা। তিনি বলেন, প্রতি ওয়ার্ড থেকে যদি ২-৩ জন করে দাঁড়াতে চান তা একপক্ষে স্বাস্থ্যকর। কারণ, অন্য রাজনৈতিকদল প্রার্থী খুঁজেই পাচ্ছে না। তবে, দাবি নিয়ে দলের অন্দরে আলোচনা হবে বলে জানান রঞ্জন সরকার। পুরনির্বাচনে রাজ্যের শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে কি না তার দিকে নজর রেখেছেন শীর্ষ নেতৃত্ব।

spot_img

Related articles

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...