Sunday, August 24, 2025

শাহি-সভায় মুসলিমদের আসতে হবে ‘ফেজ-টুপি’ মাথায়, বেনজির ফতোয়া বঙ্গ-বিজেপির

Date:

Share post:

বাংলার মুসলিমরাও যে CAA-কে সমর্থন করছেন, অমিত শাহ এবং জেপি নাড্ডাকে তা দেখাতে বেনজির ফতোয়া জারি করেছে বঙ্গ-বিজেপি৷ রাজ্য নেতৃত্বের নির্দেশ, আগামী ১ মার্চ শহিদ মিনারে শাহি-সভায় দলের সব মুসলিম কর্মী- সমর্থকদের ফেজ টুপি পরে আসতে হবে৷ যাতে মঞ্চে বসেই শাহ-নাড্ডা দেখতে পান বাংলার মুসলিমরা CAA-সমর্থক৷ এবং তারা বিজেপিকেই নিজেদের দল মনে করেন৷
তবে বঙ্গ-বিজেপি ধন্দেও আছে৷ দিল্লির এই হিংসা-পরিস্থিতিতে অমিত শাহ আসবেন তো? রাজ্য নেতারা অবশ্য মনে করছেন, এখনও হাতে সময় আছে।, ততদিনে দিল্লির হিংসা বন্ধ হয়ে যাবে।

আগামী ১ মার্চ শহিদ মিনারে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শহিদ মিনারে অমিত শাহের সভায় ১ লক্ষ লোক আনার টার্গেট বঙ্গ- বিজেপি’র৷ এই সমাবেশকে CAA-র সমর্থনে ‘ঐতিহাসিক সভা’-য় পরিণত করতে চাইছে রাজ্য বিজেপি৷ গেরুয়া শিবির চাইছে, এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে CAA ও NRC-কে সমর্থন করে, তা শাহকে দেখিয়ে দেওয়া৷ নাড্ডা ও শাহ-র সভা বলে কথা, তাই সংখ্যার শক্তি দেখাতে ঝাঁপিয়েছেন বিজেপি নেতারা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে থেকে আনা হবে লোক। ওই দিন শহরের তিনটি দিক থেকে মিছিল আসবে শহিদ মিনারে। শাহি-সভার অনুমতি পুলিস দিলেও বলে দিয়েছে, পরীক্ষা চলাকালীন যা যা নিয়ম রয়েছে, সে সব নিয়ম মানতে হবে বিজেপিকে।

CAA-NRC-র বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পর কর্মসূচির পাল্টা কলকাতায় নাগরকিত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দনযাত্রা করেছে বিজেপি। অভিনন্দনযাত্রায় সামিল হয়েছিলেন জেপি নাড্ডা। এবার শহরে আসছেন একসঙ্গে শাহ-নাড্ডা৷ তাই নিজেদের “ক্ষমতা ও শক্তি” দেখাতে মরিয়া বাংলার গেরুয়া ব্রিগেড৷

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল

spot_img

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...