Tuesday, May 20, 2025

বিপদ থেকে বাঁচাতে কানে ‘স্মার্ট দুল’ , চলবে গুলিও

Date:

Share post:

রাস্তা ঘাটে বিপদে পড়েছেন? বাঁচাতে পারে কানের ঝুমকো জোড়া। অবাক হচ্ছেন? এটাই সত্যি। তেমনি এক ‘স্মার্ট কানের দুল’ আবিষ্কার করেছেন বারাণসীর অশোক ইনস্টিটিউটে রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট বিভাগের গবেষক শ্যাম চৌরাসিয়া।
একে অবশ্য ঝুমকো কানের দুল না বলে ঝুমকো বন্দুক বলাই ভাল। এই অলঙ্কার প্রয়োজনে গুলিও ছুড়তে জানে। ধর্ষকদের বাগে পেলে মোকাবিলা করতে পারে এই অভিনব গয়না।
শ্যাম চৌরাসিয়ার দাবি, দেশ জুড়ে বাড়তে থাকা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা যাতে প্রতিরোধ করা যায় তার লক্যোরই এই গয়না প্রস্তুত করা হয়েছে। এই ঝুমকো ইভটিজার থেকে ধর্ষকদের সরাসরি মোকাবিলা করার অস্ত্র। দেখতেও মন্দ নয়। তবে এই কানের দুল সুন্দর তার রূপে, কাজেও ভয়ঙ্কর তেমনই। বিপদ বুঝলেই এই ঝুমকো থেকে লঙ্কাগুঁড়োর গুলি বেরোবে। এই স্মার্ট ঝুমকোর নির্মাতা শ্যাম চৌরাসিয়া জানিয়েছেন, স্মার্ট ঝুমকোর বন্দুক দিয়ে দুষ্কৃতীদের দিকে লাল আর সবুজ লঙ্কাগুঁড়োর বুলেট ছোঁড়া যাবে। এই ঝুমকোর আর একটা বৈশিষ্ট্য হল ১০০ এবং ১১২ নম্বরে ডায়ালেও করে দেবে। মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করা থাকায় ব্যবহারকারী বোতাম টিপলেই ১১২ এবং ১০০ এই দুই এমারজেন্সি নম্বরে ফোন চলে যাবে।
জানা গিয়েছে এই দুল যে কোনও মোবাইলের ব্লুটুথের সঙ্গে সংযোগ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই কানের দুল হাতে নিয়েও মোকাবিলা করা যাবে। এক ঘণ্টা চার্জেই এক সপ্তাহ দিব্যি চলবে স্মার্ট ঝুমকো।
চার মাস ধরে এই বিশেষ ঝুমকো হাতিয়ার তৈরি করেছেন শ্যাম চৌরাসিয়া। এর ওজনও খুব বেশি নয়, ৪৫ গ্রাম ওজনের এই ঝুমকো ৩ ইঞ্চি লম্বা। এর ডিভাইসে ৩টি ৭০ ভোল্টের ব্যাটারি এবং ২টি সুইচ রয়েছে। প্রথম সুইচ এই বন্দুকের ট্রিগার এবং দ্বিতীয় সুইচে ১১২ এবং ১০০ নম্বরে ফোন যাবে। এই এক জোড়া ঝুমকো তৈরিতে খরচ পড়েছে মাত্র ৪৫০ টাকা।

আরও পড়ুন-আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

spot_img

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...