পুরীতে মমতাকে মন্দিরের ধ্বজা উপহার দিলেন দ্বৈতপতিরা

বুধবার পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা দেবীও। আছেন অরূপ বিশ্বাসও। ভুবনেশ্বরে অমিত শাহের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। আলাদা বৈঠক হতে পারে অমিত শাহর সঙ্গেও। পুজো দেওয়ার পর মমতা বলেন, ” বাংলা, উড়িষ্যা সহ সব মানুষ ভালো থাকুন। শান্তিতে থাকুন। আমি সেই প্রার্থনা করে পুজো দিয়েছি। এখানে দ্বৈতপতিরা আছেন। ওঁরা কলকাতায় আমার বাড়িতে যান। সেখানে জগন্নাথ দেবের পুজো করি। ওঁরা আজ আমায় মন্দিরের ধ্বজা উপহার দিলেন। খুব ভালো লাগল। আমি একটি প্রশাসনিক বৈঠকের জন্য উড়িষ্যা এসেছি। তাই মন্দির ঘুরে গেলাম। নবীনজির সঙ্গে (উড়িষ্যার মুখ্যমন্ত্রী) আমার ফোনে কথা হয়েছে।”

সাংবাদিকরা দিল্লির পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে মমতা শুধু বলেন, ” আমার হৃদয় আজ কাঁদছে। আমি সর্বত্র শান্তি চাই। মানুষ ভালো থাকুক।”

আরও পড়ুন-অমিত শাহের সভার প্রস্তুতি, শহিদ মিনারে দিলীপ ঘোষরা

Previous articleবিপদ থেকে বাঁচাতে কানে ‘স্মার্ট দুল’ , চলবে গুলিও
Next articleবায়োপিকে রণবীর কাপুরই ‘দাদা’, চরম কৌতূহল ডোনা’কে নিয়ে!