Saturday, January 10, 2026

অধীর চৌধুরীর তৎপরতায় দিল্লি থেকে ফিরছেন বাংলার ১১শ্রমিক, অনুঘটক অনির্বাণ মাইতি

Date:

Share post:

রাজধানীর মৃত্যুপুরী থেকে বাংলার ১১জন শ্রমিক ফিরছেন ঘরে। উদ্ধারকর্তা কংগ্রেস সাংসদ অধীনরঞ্জন চৌধুরী। সহযোগী তরুণ ফিল্ম এডিটর অনির্বাণ মাইতি। বুধবার রাতেই অধীর চৌধুরী নিজে উপস্থিত থেকে এই ১১জনকে কলকাতাগামী ট্রেনে তুলে দেন। ঘরের ছেলেদের ঘরে ফেরার খবরে স্বস্তিতে মুর্শিদাবাদের নওদার গ্রাম।

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার জেরে টানা চারদিন একটি গোডাউনে লুকিয়ে ছিলেন মুর্শিদাবাদের নওদা থেকে রাজধানীতে কাজে যাওয়া ১১ শ্রমিক। সোমবার থেকে কোনও খাবার জোটেনি তাঁদের। বুধবার রাতে তাঁদের উদ্ধার করে ট্রেনে তুলে দেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। আর এই ঘটনায় অনুঘটকের ভূমিকায় বাংলা আরেক যুবক অনির্বাণ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি মেসেজ পান। সেখানে আটকে থাকা এক শ্রমিক তাঁদের উদ্ধারের আবেদন জানান। বার্তার সঙ্গে একটি ফোন নম্বরও পাঠান তিনি।

সেই বার্তা পেয়ে দিল্লিবাসী দুই বন্ধু সংযুক্তা চক্রবর্তী ও পার্থ সাহার সঙ্গে যোগাযোগ করেন অনির্বাণ মাইতি। শ্রমিকদের দেওয়া ফোন নম্বরে যোগযোগ করে জানা যায়, সে সংস্থায় ওই ১১জন কাজ করেন, তার মালিকই তাঁদের ওই গোডাউনে লুকিয়ে থাকতে বলেন। আর বাইরে যেতে তাঁদের নিষেধ করা হয়। কিন্তু খাবার ব্যবস্থা করতে পারেননি ওই মালিক। এই শ্রমিকরা মুর্শিদাবাদের বাসিন্দা জেনে সংযুক্তা ও পার্থ যোগাযোগ করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে। কলকাতা থেকে অনির্বাণও সাংসদের সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেন। তৎপর হন অধীর।

শুধু ১১জন শ্রমিকই নয়, রাজধানীতে আর কোথাও এরাজ্যের কেউ আটকে আছেন কি না তা জানতে সাংসদের অফিস থেকে স্থানীয় বাঙালি অ্যাসোসিয়েশন ও দিল্লি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন-নিজেদের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ এড়িয়ে পুলিশের নার্কো টেস্টের আজব দাবি আপ বিধায়কের!

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...