“বিরোধী তকমাটা কয়েকদিনের জন্য দেশের স্বার্থে ঝেড়ে রাখুন।” বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্য এই কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

শুক্রবার টুইটারে বাবুল জানিয়েছেন, এই ক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে অনেক কিছু শেখার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লির হিংসা রুখতে কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন তিনি। সঙ্গে বাবুল লেখেন, দিল্লিতে হিন্দু-মুসলিম সবাই প্রাণ হারিয়েছেন।