বিজেপির বরিষ্ঠ নেতা মুকুল রায় বলেন, তিন তালাক প্রথা বিলোপ, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সাফল্য ও জনসমর্থন দেখে বিরোধীরা উদ্বিগ্ন ও ভীত। পায়ের তলার মাটি চলে যাওয়ার আশঙ্কায় একজোট তৃণমূল, কংগ্রেস ও কমিউনিস্টরা। তলায় তলায় সুযোগ খুঁজছিলেন মমতা, রাহুলরা। তাই সংসদের দুই কক্ষে নাগরিকত্ব বিল পাশ হয়ে আইন হয়ে যেতেই এরা ঝাঁপিয়ে পড়লেন জনগণকে ভুল বোঝাতে।

মুকুল বলেন, পুরভোটে মানুষ যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কলকাতা ও হাওড়া পুরসভায় বিজেপির জয়যাত্রা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের আওতায় স্বচ্ছভাবে ভোট আদৌ হবে কিনা তা নিয়ে আমি শঙ্কিত।

আরও পড়ুন-শহিদ মিনারের সভায় কী বললেন রূপা?
