শহিদ মিনারের সভায় কী বললেন রূপা?

রবিবার শহিদ মিনারের সভায় সাংসদ রূপা গাঙ্গুলি বলেন, যারা আজ নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তারা আসলে মনুষ্যত্বের বিরোধিতা করছেন। কারণ এই আইন অসংখ্য উদ্বাস্তুকে বেঁচে থাকার দিশা দেখিয়েছে। সব কাগজপত্র হারিয়ে মৃত্যুভয়ে এক কাপড়ে পালিয়ে আসা মানুষ এই আইনের ফলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। নরেন্দ্র মোদি, অমিত শাহরা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি পালন করছেন বলে বিরোধীদের এত রাগ! সভায় রূপা তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন।

Previous articleরাজাবাজার পার্কসার্কাস সহ বহু মোড় অবরুদ্ধ
Next articleশহিদ মিনারের সভায় কী বললেন মুকুল?