Sunday, January 11, 2026

10 জনের গোকুলামকেও হারাতে ব্যর্থ লাল হলুদ

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। গোকুলামের সঙ্গে ১-১ গোলে ড্র করল লালহলুদ। গোকুলামের কাছে আটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ২০।
পুরো দ্বিতীয়ার্ধ গোকুলামকে ১০ জনে পেয়েও কাজে লাগাতে ব্যর্থ কোলাডোরা। খেলার শুরুতে মার্কোস যোসেফের গোলে এগিয়ে যায় গোকুলাম। ইস্টবেঙ্গলকে সামতায় ফেরায় পেরেজ। লাল-হলুদ জার্সিতে স্প্যানিশ মিডফিল্ডারের এটা প্রথম গোল। হুয়ান মেরাকে ফাউল করলে পেনাল্টি পায় লাল-হলুদ। গোল করতে ভুল করেননি পেরেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনে হয়ে যায় গোকুলাম। কিছুক্ষণের মধ্যেই পেরেজের শট পোস্টে লেগে ফেরে। আক্রমণে চাপ বাড়াতে অফ ফর্মের মার্কোসকে তুলে ক্রোমাকে নামান মারিও। তাতেও কাঙ্খিত গোল আসেনি।
গোকুলমের পক্ষে ম্যাচ ২-০ করার সুযোগ এরপরই পেয়েছিলেন মার্কোস। হেনরি কিসেক্কা বল বাড়িয়েছিলেন গোকুলম স্ট্রাইকারকে। কিন্তু তা মিরশাদের হাতে লেগে পোস্টে লেগে প্রতিহত হয়। পেনাল্টি থেকে ১-১ করে ইস্টবেঙ্গল। খুয়ান মেরা বল ধরে বিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। তাকে আটকাতে গিয়ে ফাউল করেন গোকুলমের হুলড্রম নওচা সিংহ। রেফারি পেনাল্টি দেন, কার্ডও দেখান দক্ষিণী দলের ডিফেন্ডারকে। বিরতির চার মিনিট পর ফের খুয়ানকেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে চলে যেতে হয় হুলড্রম নওচা সিংহকে। গোকুলম দশ জনে খেলতে শুরু করে। আশা করা গিয়েছিল এই সুযোগ নিতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু নির্ধারতি সময় এবং তার পরের অতিরিক্ত চার মিনিট সময় পেয়েও কিছু করতে পারেননি মার্কোসরা।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...