বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যে বিতর্কিত ঘটনা ঘটেছে, তাকে বেশি গুরুত্ব না দেওয়ার কথাই বললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। আজ, সোমবার নিজের বিধানসভা এলাকায় দোল উৎসব পালন করতে গিয়ে এমনটাই বলেন ব্রাত্য বসু।

এদিন সকালে দমদমের বিধায়ক ব্রাত্য বসু প্রভাতফেরির মাধ্যমে দোল উৎসব পালন করলেন। দমদম এম সি গার্ডেন থেকে পায়ে হেঁটে এলাকায় মানুষজন এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে দোল উৎসব পালন করলেন তিনি। ধামসা-মাদল থেকে শুরু করে জমজমাট একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করলেন তিনি। এবং সকলকে রঙের উৎসব দোলের শুভেচ্ছা জানালেন।
