‘এক দেশ এক রেশন কার্ড’, পথ দেখাচ্ছে ত্রিপুরা

দেশের সমস্ত মানুষের জন্য তৈরি হচ্ছে এক রেশন কার্ড। সম্প্রতি এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার । এই ব্যাবস্থা পুরোপুরি চালু হয়ে গেলে এক দেশ এক রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশের যে কোনও রেশন দোকান থেকে রেশন তুলতে পারবেন। ভিন রাজ্যের শ্রমিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই চলতি বছরের নভেম্বর মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা ও ত্রিপুরায় এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে গোটা দেশে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় এই প্রকল্প এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সফল
ত্রিপুরায় । এখানে প্রায় 10 লক্ষ রেশন কার্ড আছে তার মধ্যে সাড়ে 8 লক্ষ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। ত্রিপুরায় 1900 দোকান আছে তার মধ্যে মাত্র 40 টি রেশন দোকান বাদ দিয়ে বাকি রেশন দোকানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। আগামী দিনে সব দোকানেই রেশন দেওয়ার জন্য ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হবে।
জানা গিয়েছে ভিন রাজ্যে যাওয়া কর্মচারীরা জাতীয় খাদ্য আইনের আওতায় এই পরিষেবা পাবেন। এবং পুরো পরিষেবাটি হবে অনলাইন প্রক্রিয়ায়। তবে শুধুমাত্র যে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের স্বার্থে নয়, এই পরিষেবার মাধ্যমে রেশন দোকানের দুর্নীতি কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার।