দোল মানে রং ওঠা পুরনো জামা টেনে বের করার দিন শেষ। সোশ্যাল মিডিয়ায় সেলফি আর ছবির হিড়িকে আমজনতার দোলেও ডিজাইনার বা রং মিলান্তি পোশাকের চল।

আর সেসব পরেই সকাল থেকেই রং খেলা তথা হোলি পার্টি চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে।

সজল ঘোষের উদ্যোগে গত তিন বছর ধরে এখানে দোল উৎসবের আয়োজন করা হচ্ছে। তাঁর কথায়, রং খেলতে সবাই ভালোবাসেন। কিন্তু রংবাজির জেরে অনেক সময় বাড়ির মহিলারা বের হতে চান না। সেই কারণে তাঁদেরকে একটা সুষ্ঠু, নিরাপদ দোল উৎসব উপহার দিতেই এই আয়োজন। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে জড়ো হয়েছেন। ছোট, বড়, চেনা, অচেনা সবাই মুঠো ভরে তুলে দিচ্ছেন আবির। সেই আবিরে রঙিন হচ্ছেন তাঁরা। ভেদাভেদ ভুলে এক বর্ণময় উৎসবের সাক্ষী সন্তোষ মিত্র স্কোয়ার।
