সম্প্রীতির দোল শোভাযাত্রায় নজির গড়ল 28 নম্বরের রামমোহন সম্মিলনী

দোলের সকালে বর্ণময় শোভাযাত্রা। হিন্দু-মুসলমান সকলের উপস্থিতিতে নজির গড়ল কলকাতার 28 নম্বর ওয়ার্ডের রামমোহন সম্মিলনী। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নেচেছে ছোটরা। ছিলেন নারীপুরুষ আবালবৃদ্ধবনিতা । 28, 27,38 ওয়ার্ড ছুঁয়ে যায় মিছিল।

প্রতিটি পল্লীর মানুষ সামিল হন। আবিরে রঙিন হয়ে ওঠে গোটা যাত্রাপথ। ছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ক্লাব সভাপতি শ্যামল দত্ত, সঙ্গীত বিশেষজ্ঞ গৌতম ঘোষ, ওয়ার্ডের যুবসভাপতি জয় মুখোপাধ্যায়সহ বিভিন্ন পেশার মানুষ। বিশাল মিছিলটি সম্প্রীতির বার্তা দিয়ে নজর কাড়ে।