Friday, December 26, 2025

মধ্যপ্রদেশ কংগ্রেসে বিদ্রোহ, সিন্ধিয়া-অনুগামী ১৭ বিধায়ক ঘাঁটি গেড়েছেন বেঙ্গালুরুতে

Date:

Share post:

মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে। ‘নিখোঁজ’ ১৭ বিধায়ক। এর মধ্যে ৬ জন মন্ত্রীও আছেন। রাজ্যসভা নির্বাচনের আগে দলের একাংশের এই বিদ্রোহের জেরে প্রবল অস্বস্তিতে কংগ্রেস হাইকম্যান্ড। সূত্রের খবর, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সহযোগিতায় তিনটি চার্টার ফ্লাইটে ভোপাল থেকে দিল্লি হয়ে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সতেরো জন বিধায়ক। এদের মধ্যে মধ্যপ্রদেশের ছয় মন্ত্রীও আছেন। মন্ত্রীদের সকলের মোবাইল ফোন বন্ধ। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করেননি সিন্ধিয়াও। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, রাজ্যসভার একটি আসনের জন্য বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশে এবার তিনটি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে কংগ্রেস ও বিজেপির একটি করে আসনে জয় নিশ্চিত। তৃতীয় আসনটি নিয়েই প্রবল টানাপোড়েন শুরু।

মধ্যপ্রদেশের রাজনীতিতে কংগ্রেসের মধ্যেই বহু শিবির। মুখ্যমন্ত্রী ও রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথের প্রবল প্রতিপক্ষ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংও কমল নাথের বিরোধী। যদিও সিন্ধিয়া ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী কমল নাথের পাশে। পরিস্থিতি জটিল হওয়ায় সোমবার তড়িঘড়ি দিল্লি থেকে ভোপালে ফিরে সন্ধ্যায় দিগ্বিজয় সিং সহ রাজ্য কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে বৈঠকে বসেছেন কমল নাথ। মুখ্যমন্ত্রীর বাসভবনেই বৈঠক চলছে। এদিকে পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ভোপাল বিজেপি দফতরে দলের সব বিধায়ক ও সাংসদদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। থাকবেন শিবরাজ সিং চৌহান সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।

spot_img

Related articles

১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

মাত্র ১৬ বছর বয়সেই সুর তালের ছন্দে তাক লাগিয়ে দিয়েছেন, তারই সৌজন্য রাষ্ট্রীয় পুরস্কার পেলেন কিশোর তবলা বাদক...

১ জানুয়ারি থেকে ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার: ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই ময়দানে নামছে টিম-অভিষেক। রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’কে হাতিয়ার...

গ্রামে ফিরল জুয়েলের দেহ, পাশে থাকার বার্তা তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশায় (BJP ruled state Odisha) দুষ্কৃতীদের হাতে নিহত জুয়েল রানার দেহ ফিরতেই শোকের আবহ সুতি জুড়ে।...

ভারত-বিরোধী স্লোগান: রাজ্যের একাধিক জায়গায় হোটেলে ‘ব্যান’ বাংলাদেশিরা

ক্রমাগত ভারত-বিরোধী স্লোগানে উত্তপ্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ। হিংসার হাড়হিম করা ছবি প্রায় প্রতিদিন উঠে আসছে। এই পরিস্থিতিতে যাতে...