Saturday, November 8, 2025

কালবৈশাখী : ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

Date:

Share post:

শনিবার এবং রবিবার হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুতের সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই পূর্ব এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।

কালবৈশাখীর আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টা হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২.২ ডিগ্রি। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে আকাশ আরও মেঘলা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে। এই নিম্নচাপ ধীরে ধীরে আরব সাগর ও পরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে প্রবল আকার ধারণ করবে। যার জেরে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি, রবি এবং সোমবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন নাও হতে পারে। উত্তরবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রার পারদ চড়বে মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি। এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এবার ব্যাপক গরম পড়বে৷ শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস। বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তাপমাত্রা কখনও বাড়বে, আবার কখনও কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

আরও পড়ুন-করোনাভাইরাস : বারাসত হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ড

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...