ফের হস্টেল ইস্যুতে বিতর্ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এবার হস্টেল বন্ধ রাখার নোটিশ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শুধু হস্টেলে বন্ধ রাখাই নয়, আবাসিকদের ১৭ মার্চে অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই হস্টেল খালি করতে হবে। যা নিয়ে ছাত্রছাত্রীরা মধ্যে প্রবল ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিন অব স্টুডেন্টসের দেওয়া নোটিশে বলা হয়েছে, রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হচ্ছে যে, সোমবার থেকে গার্লস এবং হিন্দু হস্টেল বন্ধ থাকবে। প্রত্যেক আবাসিককে মঙ্গলবারের মধ্যে ঘর খালি করে দিতে হবে।

এরপরই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, করোনা আতঙ্কের জেরে অন্য কোনও বিশ্ববিদ্যালয়- এভাবে কিন্তু হস্টেল খালি বা বন্ধ করার নির্দেশিকা জারি করেনি। স্বভাবতই প্রেসিডেন্সির এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্ন উঠেছে।