Sunday, November 30, 2025

ছুটিতেও অনলাইনে ক্লাস চালু করে নজির গড়ছে রাইস- অ্যাডামাস

Date:

Share post:

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব।মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।এই পরিস্থিতিতে ক্লাস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য তথা দেশের অন্যতম সেরা সরকারি চাকরির প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান রাইস গ্রুপ।এই সঙ্কটজনক পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে চালু হল অনলাইন ক্লাস।এক্ষেত্রে কোনও ছাত্র-ছাত্রী বা শিক্ষককে রাইসের সেন্টারে আসতে হবে না।ঘরে বসেই ভিডিও মারফত তাঁরা ক্লাস নিতে পারবেন।একইভাবে রাইস গ্রুপের কর্ণধার প্রফেসর সমিত রায়ের তৈরি অ্যাডামাস বিশ্ববিদ্যালয়েও অনলাইনে ক্লাস নিচ্ছেন অধ্যাপকরা।সরকারি নির্দেশ অনুযায়ী, রাইস এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে শুধুমাত্র উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, অনলাইনে ক্লাস নেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে একেবারে স্কুলস্তর থেকেও।বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল ও বারাসতের অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলেও অনলাইন ক্লাস চালু হচ্ছে।ক্লাস তো বটেই, পড়ুয়াদের রিপোর্ট কার্ড অনলাইনে পাঠানোরও ভাবনা রয়েছে স্কুলের।
অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলের প্রিন্সিপাল সুপর্ণা ভট্টাচার্য এবং অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মিত্রা সিনহা রায় জানিয়েছেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে ভিডিও তৈরি করেছেন নির্দিষ্ট সিলেবাসের উপরে।সেগুলি একটি বিশেষ লিঙ্কের মাধ্যমে যুক্ত করা থাকছে।ওই লিঙ্কে গিয়ে ভিডিও আপলোড করা যাবে।ফলে স্কুল বন্ধ থাকলেও পড়ুয়াদের পঠনপাঠনে কোনও সমস্যা হবে না।
কেন এমন সিদ্ধান্ত?
প্রফেসর সমিত রায়ের কথায়, ‘‘গোটা বিশ্বে করোনা ভাইরাসকে ‘প্যানডেমিক’ ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন(হু)।ইতিমধ্যেই বহু মানুষ মারা গিয়েছেন।সংক্রমণ রুখতে রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান।কিন্ত একইসঙ্গে যাতে ক্লাস নষ্ট না হয়, সেজন্যই বাড়িতে বসে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।’’

spot_img

Related articles

সংসদে SIR আলোচনা: শীতকালীন অধিবেশনের আগেই দিল্লিতে চড়ল পারদ

সংসদের শীতকালীন অধিবেশনের আগেই শাসক-বিরোধী উত্তাপের আঁচ টের পাচ্ছে দিল্লি। একদিক বিরোধীরা যখন একজোট হয়ে দেশের জ্বলন্ত ইস্যুগুলি...

দাদার পথেরই পথিক সৌরভ, ধোনির রাজ্যের ক্রিকেট সামলাচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী

পথ দেখিয়েছিলেন সৌরভ, সেই পথের পথিক আরও এক সৌরভ। কথা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সৌরভ তিওয়ারির প্রসঙ্গে। দাদার...

দিঘার জগন্নাথ মন্দির থেকেই মিলবে তিনবেলার খাবার!

দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath temple) প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উপচে পড়া ভক্তদের ভিড় একের পর এক রেকর্ড...

প্রতিবাদ করায় বেধড়ক মার! জাতীয় স্তরের বডিবিল্ডারের মর্মান্তিক মৃত্যু

হরিয়ানাতে জাতীয় স্তরের বডিবিল্ডারের(Bodybuilder) মর্মান্তিক মৃত্যু। মৃতের  নাম রোহিত ধানখড়(Rohit Dhankar)। তিনি জাতীয় স্তরের বডিবিল্ডার(Bodybuilder)। একটি বিয়ে বাড়ির...