করোনা: গাজনের পরে বন্ধ তারকেশ্বর মন্দিরও

করোনাভাইরাস সংক্রমণ রোধে ভিড় ও জমায়েত আটকাতে মঙ্গলবার চৈত্র গাজন মেলার পরে বুধবার তারকেশ্বর মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। মোহন্ত মহারাজ সাংবাদিক বৈঠক করে জানান, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখা হবে। তবে মন্দিরের ভিতরে পুজো চলবে নিয়মনীতি মেনেই। কিন্তু কোনও পুণ্যার্থীকে ঢুকতে দেওয়া হবে না। পরিস্থিতি দেখে কবে মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খোলা হবে, তা জানাবে মন্দির কর্তৃপক্ষ।

Previous articleছুটিতেও অনলাইনে ক্লাস চালু করে নজির গড়ছে রাইস- অ্যাডামাস
Next articleBREAKING: পুত্র বাদে নবান্নের মহিলা আমলার গোটা পরিবার করোনা মুক্ত