ঈশান কোণের কাঠকয়লায় দূর হবে করোনা! হুলুস্থুলু কামারপুকুরে

ভোর থেকে হুলুস্থুলু কাণ্ড। বাড়ির বাইরে দরজার ঈশান কোণে মাটি খুঁড়লে নাকি বের হচ্ছে কাঠকয়লা! আর সেটি কপালে ঠেকালেই করোনা থেকে মুক্তি। হুগলির কামারপুকুর এলাকায় চলছে মটি খুঁড়ে কাঠ-কয়লা তোলার চেষ্টা। এলাকায় প্রত্যেকেই মাটি খুঁড়তে ব্যস্ত। কারোনা সংক্রমণ নিয়ে সবাই আতঙ্কিত। প্রশাসনের তরফ থেকে বারবার গুজব ছড়াতে নিষেধ ছড়াতে করা হচ্ছে। কিন্তু তা সত্বেও থামছে না করোনার ‘আজব দাওয়াইয়ের’ অপপ্রচার। একবিংশ শতাব্দীতেও কুসংস্কার এতোটাই গভীরে যে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নির্দ্বিধায় কাঠ কয়লা মাথায় ঠেকানোর মতো কাজও করছেন অনেকেই। জেলা বিজ্ঞান মঞ্চের তরফে এর বিরোধিতা করা হয়েছে। করোনা ঠেকাতে যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাই একমাত্র পথ। ভিড় এড়ানো যেখানে অবশ্য কর্তব্য। সেখানে এই ধরনের গুজবে সংক্রমণের ভয় আরও বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।