Monday, January 12, 2026

মমতার তহবিলে সত্যমের বিশ্ববিদ্যালয়ের মাত্র এক লাখ?

Date:

Share post:

এই খবর কি ঠিক?
যদি ভুল হয়, সংশোধন হোক।
যদি ঠিক হয়, পুনর্বিবেচনা হোক।

করোনাযুদ্ধে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাডামাস দিয়েছে 10 লাখ টাকা। আর সিস্টার নিবেদিতা এক লাখ?
এতো অবিশ্বাস্য।

দুটি বিশ্ববিদ্যালয়েরই অনুমোদন মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়। অ্যাডামাস শুধু 10 লাখ টাকাই দেয় নি; তার বিশাল ক্যাম্পাস করোনাযুদ্ধের হাসপাতাল হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছে। এতটাই বড় এবং প্রস্তুত যে 30 জন চিকিৎসক সপরিবারে থাকতে পারেন। 600 নার্স থাকতে পারেন। 1000 বেড রাখা যেতে পারে। অ্যাডামাসের প্রধান শমিত রায় সরকারকে তাঁর প্রস্তাব জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় এতটাই বড় যে সব সুরক্ষিত রেখে একপাশে এটা করা যেতে পারে।

সেখানে সত্যম রায়চৌধুরির সিস্টার নিবেদিতা এক লাখ টাকা? “বর্তমান” পত্রিকা তাই বলছে। যে বিশ্ববিদ্যালয় তৈরির আগে সরকার অনুমোদন দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের আগে স্রেফ কম্পিউটারে আঁকা ছবি দেখিয়ে ভর্তি হয়েছে আর ক্লাস হয়েছে বিকল্প উপায়ের প্রাঙ্গণে, তারা মাত্র এক লাখ?
এ নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। একটি সূত্র বলছে, সত্যমবাবুদের টেকনো থেকে আলাদা দেওয়া হবে। কিন্তু সেতো আলাদা। তাছাড়া সেখানে সত্যমবাবুর দাদা গৌতমবাবুও আছেন। কোনো অঙ্কে সিস্টার নিবেদিতার এক লক্ষ টাকা দান মেনে নেওয়া যায় না। এদের ঘনিষ্ঠশিবির বলছে, যথাসাধ্য করা হয়েছে এবং হবে।
বিষয়টিতে শিক্ষা ও প্রশাসনিক মহলেও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
যদি সংবাদপত্রের অঙ্ক ভুল হয়, তা ঠিক করা হোক। আর যদি ঠিক হয়, তাহলে অনেক রকম ভাবার অবকাশ থাকে।
এই কঠিন সময়ে শিক্ষামন্ত্রীও চেষ্টা করছেন শিক্ষাজগতে থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বড়সড় সহযোগিতা করতে। কিন্তু এই যদি বেসরকারি ক্ষেত্রের সহযোগিতার নমুনা হয়, তাহলে বিস্ময় সৃষ্টি হবেই। একটি মহলের বক্তব্য, অনেকে শুধু মুখ্যমন্ত্রী বা প্রশাসনের সুনজরে থাকতে নানা কীর্তি করে বেড়ান। যুগে যুগে শাসকের সঙ্গে থাকতে এঁরা রং বদলান। এই মহল অবশ্য কারুর নাম করেন নি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি কে কী করছেন, তার দিকে নজর রাখছে প্রশাসনের উপরমহল।

 

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...