Sunday, August 24, 2025

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো, ১০০ জনকে তলব লালবাজারের, হতে পারে গ্রেপ্তার-ও

Date:

Share post:

পরিষেবা চালু রাখা, লকডাউন, সোশ্যাল ডিসট্যান্সিং, ওষুধ পৌঁছে দেওয়া ইত্যাদি হাজারো কাজে দিনরাত এক করে ফেলছে পুলিশ ৷ টেনশনও কম নয়৷ কিন্তু এসবের থেকেও পুলিশ ও প্রশাসনের বড় দুশ্চিন্তা সোশ্যাল মিডিয়ায় গুজব- সংক্রমণ ঠেকানো।

‘খবর’-এর নামে এমন সব তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যা অন্য সংকট তৈরি করছে৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপে গুজব রুখতে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কাজেও নেমেছে৷
এক তরুণীকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে৷ কারন, ইনি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিলেন,
বেলেঘাটা আইডি হাসপাতালের এক চিকিৎসকের মধ্যেও ছড়িয়েছে করোনা সংক্রমণ । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুজব ছড়ালে কাউকে ছাড়া হবে না। কলকাতার গোয়েন্দা পুলিশ, এসটিএফ, সিআইডি-সহ বিভিন্ন সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর জন্য বিভিন্ন বয়সের অন্তত ১০০ জনকে ডেকে এনে সতর্ক করা হয়েছে। আর ভুয়ো খবর বা গুজব ছড়িয়ে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে, এমনটা যেখানে পুলিশ মনে করছে, সেখানে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু হয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় এমন অন্তত ১৫টি মামলা রুজু করেছে পুলিশ। গুজব বা ভুয়ো খবর ছড়ালে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, জানিয়ে দিয়েছে লালবাজারও।ভুয়ো খবর বা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর ঘটনায় পোস্টের গুরুত্ব ও তথ্য বিচার করে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বা হাঙ্গামা বাধানোয় প্ররোচনা দান, ৫০৪ বা শান্তিভঙ্গের উদ্দেশ্যে কোনও মন্তব্য করা, ৫০৫ বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে গুজব ছড়ানো ইত্যাদি ধারার পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি ধারাও প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা হচ্ছে।গুজব ছড়ানোর গুরুতর অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে, লালবাজার সূত্রে এমন ইঙ্গিতও মিলেছে।
পুলিশের পরামর্শ, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বা কেন্দ্র বা রাজ্যস্তরের কন্ট্রোলরুমে ফোন করে তথ্য জানুন। একটি মাত্র ভুয়ো খবর বড় বিপদ ডেকে আনতে পারে।

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...