Saturday, November 15, 2025

করোনা মোকাবিলা: প্রস্তুত কোচবিহার, ভাবাচ্ছেন জেলার পরিযায়ী শ্রমিকরা

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কোচবিহার। সেখানে করোনা সেন্টারের জন্য বেশ কয়েকটি জায়গাকে নির্দিষ্ট করে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রত্যেকটি মহকুমায় আলাদা আলাদা করে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার কাজ শুরু হয়েছে। তুফানগঞ্জের মানসিক হাসপাতালের নতুন ভবনকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে কোচবিহার সদর মহকুমার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, দুটি বেসরকারি হোটেলকে বেছে নেওয়া হয়েছে। প্রত্যেকটি ব্লক স্তরে একটি করে স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাথাভাঙা ও দিনহাটাতেও আলাদাভাবে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, গোটা জেলায় তিন হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইন রাখা সম্ভব হবে। দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার মিশন হাসপাতালকে করোনা আক্রান্তদের বিশেষ চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে দু’শোর বেশি রোগীর চিকিৎসা সম্ভব হবে কোচবিহারে।

কোচবিহার জেলায় ভিন রাজ্যে গিয়ে কাজ করার শ্রমিক সংখ্যা যথেষ্ট বেশি। কোচবিহার জেলা অসংগঠিত শ্রমিক উন্নয়ন দফতর সূত্রে খবর, জেলার প্রায় ৩০ হাজার মানুষ কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে চলে যান। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা পরিবার সঙ্গে করে নিয়ে যান। সুতরাং সে ক্ষেত্রে দেখতে গেলে সংখ্যাটা যথেষ্টই বেশি। ইতিমধ্যেই প্রচুর শ্রমিক নিজেদের বাড়িতে ফিরে আসছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় জানান, ভিন রাজ্য থেকে যে সমস্ত শ্রমিক ইতিমধ্যে কোচবিহার এসে পৌঁছেছেন তাঁদের ওপর নজর রাখা হচ্ছে। তাদের প্রত্যেককে ২১ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্থানীয় পরিচিতির কারণে তাঁরা বাইরে বেরিয়ে আসছেন। সে ক্ষেত্রে কোয়ারেন্টাইন সেন্টার ভিশন প্রয়োজনীয়। সেই কারণেই প্রতিটি ব্লক ভিত্তিক কোয়ারেন্টাইন সেন্টারগুলি তৈরি করা হয়েছে।

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...