লকডাউনের জের, হরিপালে এক ঝাঁক পরিযায়ী পাখি

লকডাউন চলছে দেশ তথা রাজ্য জুড়ে। যার জেরে বাতাসে কমেছে দূষণের পরিমাণ। তাই এবার পাখির কলরবে ঘুম ভাঙছে হরিপালের বলদবাঁধের গ্রামবাসীদের। মাঝ চৈত্রে দেখা মিলছে পরিযায়ী পাখির।

হরিপালের বলদবাঁধ গ্রামে রয়েছে পাঁচটি বড় জলাশয়। প্রতিবছর শীত কালে আসে পাখিরা। মাঘের শেষে পাখিরা জলাশয় ছেড়ে পাড়ি দেয় অজানা স্থানে। কিন্তু এই অসময়ে জলাশয়ে এই পাখি দেখে আশ্চর্য হচ্ছেন গ্রামবাসীরা। লকডাউন চলায় কারখানা বন্ধ, হাতে গোনা গাড়ি চলছে, শুনশান এলাকার রাস্তাঘাট। ফলে বর্তমানে প্রকৃতি দূষণমুক্ত।
তাই পাখিরা আসছে বলে মত গ্রামবাসীদের।

তবে শুধু বলদবাঁধ গ্রাম নয়। সর্বত্রই শোনা যাচ্ছে পাখির ডাক। এমনকী গ্রাম ছাড়িয়ে শহরে ঝিঁঝিঁ পোকার ডাক। দেখা মিলছে চড়ুই, দোয়েল, ঘুঘু, ময়না পাখিদের। করোনা লকডাউনের জেরে যে নতুন প্রকৃতির দেখা মিলেছে, তা বিশ্বকে আরো পাঁচ বছরের আয়ু বাড়িয়ে দেবে বলে মত পরিবেশবিদদের।

Previous articleলকডাউনে ইতিহাস গড়ে ই-বই প্রকাশ ; বিকেল পাঁচটায় Kunal Ghosh live
Next articleএখনও সিরিয়াস নই, ক্যাজুয়াল মনোভাবেই বিপদ বাড়ছে, কণাদ দাশগুপ্তের কলম