দক্ষিণবঙ্গের পরে উত্তরবঙ্গকেও গ্রাস করছে করোনা। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে এবার আরও দুটো কোভিড সেন্টার করছে প্রশাসন।এতদিন শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই এই সেন্টার ছিল। তাতে বেশ চাপ পড়ছিল স্বাস্থ্য কর্মীদের। বুধবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশাপাশি, শিলিগুড়ি জেলা হাসপাতালে বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষ করে তিনি আইএমএ-এর সঙ্গেও বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাটিগাড়া ও ফুলবাড়িতে দুটো নার্সিংহোমে কোভিড সেন্টার খোলা হচ্ছে। মঙ্গলবার, এই নির্দেশ এসেছে। তাই তাদের কী পরিকাঠামো রয়েছে তা দেখতে হবে। তবে দ্রুত এই দুই জায়গায় সেন্টার চালু হবে বলে জানান তিনি।

এদিন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলের সঙ্গেই আলোচনা হয়েছে। তাঁদের কিছু দাবি ছিল, তাও শোনা হয়েছে। সকলের কাছে লকডাউন মেনে চলার আবেদন জানান তিনি।

